মুখেমুখে রটে কথা, খই ফোটে মুখে,
মুখ খুলে জীবনটা কাটে কারো দুখে।
কথা ঝেড়ে মুখ মেরে মুখ টিপে হাসে,
মুখ দেখে সুখ, কেউ মুখে ভালবাসে।
মুখে মেখে চুনকালি মুখ বুজে থাকে ,
মুখ উজ্জ্বল করে কেউ মুখ রাখে।
মুখ পুড়ে যায় কারো, মুখে পড়ে আলো,
মুখ ঝামটাতে কারো মুখ হয় কালো।
মুখটা খারাপ ভারি হয়ে থাকে কারো,
ভয়েতে শুকায় মুখ, হয় মুখ ভারও।
মুখ সামলিয়ে কথা বলা ভাল নাকি,
মুখেতে আগুন দিতে কেউ আছে বাকি!
বড় মুখ করে কথা বলে কেউ শেষে,
লজ্জায় মুখ ঢেকে মরে কেশেটেশে।
মুখের মতন দিয়ে জবাবটা পরে,
মুখ চুন করে কারো যেতে হয় ঘরে।
মুখটা ফসকে কথা বের হয়ে গেলে,
মুখ তুলে চাওয়া দায় হয় অবহেলে।
মুখ থুবড়িয়ে পড়ে, মুখ কারো চলে ,
মুখে ফুল চন্দন পড়ে- লোকে বলে।
বুক ফাটে তবু কারো মুখ তো না ফোটে,
মুখে মধু ঝরে কারো মুখে ছাই জোটে।
কত মুখ চেয়ে থাকে এক মুখপানে,
দশমুখ ভরা সোজা নয়- লোকে মানে।
থোঁতামুখ ভোঁতা হলে মুখে রা না করে,
বিপদের মুখে পড়ে কেউ কেঁদে মরে।
অভিমানে মুখ ফোলে, রাগে মুখ লাল ও-
মুখে দেয় থুথু, কারো চাঁদমুখ ভালো।
মারমুখো হয়, কেউ ক্লুপ আঁটে মুখে,
পোড়ামুখী বাসিমুখে হাসি দেয় সুখে।
সম্মুখে কম মুখই- মুখোশ তো বেশি,
মুখটা ঘুরিয়ে নেয় কেউ শেষমেশই।
মুখে ভাত দিতে কেউ মুখোমুখি বসে,
মুখ চাওয়াচায়ি করে, কেউ মুখ ঘষে।
মুখ চুরি করে ছড়া লিখে থোড়াথোড়া,
এই ছড়াকার শেষে হলো মুখচোরা।
loading...
loading...
অনেকদিন পর আদতেই দীর্ঘ ছড়া পড়লাম কবি। অসাধারণ এই লিখায় কেবলই মুগ্ধতা। ভালো থাকুন, ভালো রাখুন। লিখার লিংক এফবিতে শেয়ার করতে পারেন।
loading...
হ্যাঁ, দাদা। শেয়ার করেছি।
loading...
চমৎকার লেখা।
loading...
ধন্যবাদ দাদা। শুভকামনা নিরন্তর।
loading...